দেশবাংলা
রূপগঞ্জে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার ৭টি গ্রামে প্রায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালাদী, নলপাথর, উত্তরপাড়া, হাটাবো টেকপাড়া, আতলাশপুর, চামারটেক, ত্রিশ কাহিনা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানজুরা মোশারফ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল আহসান মারুফ, তিতাস গ্যাসের প্রকৌশলী খোরশেদ আলম, তারেক সাগরসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার জানান, আবাসিক এলাকা গুলোতে যত অবৈধ গ্যাস সংযোগ আছে পযার্য়ের কর্মে সবগুলো বিচ্ছিন্ন করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
সোহেল কিরণ, রূপগঞ্জ প্রতিনিধি