
ক্যানসার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠেছে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হয়েছে অভিনেতার পরিবার। এর আগে গেল ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি।
রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল কাদের নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই জনপ্রিয় ছিলেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন তিনি।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।