বাংলাদেশআওয়ামী লীগজনদুর্ভোগরাজনীতি
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন আসবে

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷
বিকেলে রাজধানীর বিএমএ অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ এখনও দেশে আঘাত হানেনি৷সকলের সহযোগিতা ও চিকিৎসকদের আন্তরিকতা ও সরকারের সঠিক পদক্ষেপের কারণে উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কম।
বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে । করোনায় এন্টিজেন টেস্ট ও জিন টেস্টও শুরু হয়েছে বাংলাদেশে ।
বাংলাটিভি/শহীদ