দেশবাংলা
বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের জেলাগুলোতে কনকনে বাতাস ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। ঠান্ডার কারণে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। কাজে যোগ দিতে পারছে না খেটে খাওয়া দিনমজুর। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে।