fbpx
আন্তর্জাতিকএশিয়া

ভারতে বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পেল অক্সফোর্ডের টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন, বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পেয়েছে।

ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন- সিডিএসসিও’র বিশেষজ্ঞরা আজ এক বৈঠক করে অনুমোদনের পক্ষে সায় দেন। সিডিএসসিওর সায় পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দপ্তরে পাঠানো হবে।

সেই অনুমোদন পাওয়ার পর এ মাসেই নাগরিকদের টিকা দেওয়া শুরু করতে চায় ভারত সরকার। এদিকে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

জানুয়ারির মধ্যেই ওই টিকার প্রথম চালান দেশে পৌঁছাবে বলে এর আগে আশাবাদ ব্যক্ত করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button