
করোনা ভ্যাকসিন প্রয়োগে ১৩৭ পৃষ্ঠার নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ধাপে টিকা পাবেন তিন শতাংশ মানুষ। নীতিমালাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশের বেক্সিমকো এবং ভারতের সিরাম ইন্সটিটিউটের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউট অগ্রিম টাকা নেবে। বাকি টাকা টিকা সরবরাহ শুরুর পর দেয়া হবে।
চুক্তি অনুযায়ী আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারলে অগ্রিম টাকা ফেরত নেবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশে টিকা আসবে বলে আশা করছে সরকার। তবে দেশের আসার পরও প্রয়োগের প্রস্তুতিতে লাগবে দুই মাস।