সিঙ্গাপুরে মালিকের বিরুদ্ধে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মামলা

সিঙ্গাপুরে সাবেক মালিকের বিরুদ্ধে মামলা করেছেন, মোহাম্মদ হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক।করোনাকালীন সময়ে মিথ্যে তথ্য দিয়ে ঘরে আটকে রাখার দায়ে, সিঙ্গাপুরে সাবেক চাকুরীদাতা এবং ডরমিটরি অপারেটরের বিরুদ্ধে মামলা করেছেন, ওই কর্মী।
জানা গেছে, ‘ভাইরাসে আক্রান্ত’আখ্যা দিয়ে জোর করে হাসিবুর রহমানসহ আরো ২০ জন শ্রমিককে একটি ঘরে আটকে রাখা হয়। এ ঘটনায় জয়-লিসিয়াস ম্যানেজমেন্টের ডরমেটরি অপারেটরকে আটক করার পাশাপাশি, ভি-স্পেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাপ্লাইস কোম্পানির নিয়োগ বন্ধ করা হয়েছে।
এতে মোহাম্মদ হাসিবুর রহমান জয়-লিসিয়াস ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। জানা যায় বন্দীত্বকালীন সময়ে, একজন গার্ডের সাহায্যে তাদের বাথরুমে যেতে দেয়া হত।
এছাড়া বাকিটা সময় তারা ঘরে তালাবদ্ধ অবস্থায় থাকতেন। যে ঘরে তাদের আটকে রাখা হয়েছিল, সেখানে পর্যাপ্ত আলোবাতাসও ছিলো না।