fbpx
বিশ্ববাংলা

বাহরাইনে ২০২০ সালে করোনায় ২৭ বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে করোনাভাইরাসে প্রথম ধাপে ২০২০ সালে প্রাণ হারিয়েছেন ২৭ জন প্রবাসী বাংলাদেশি।

দেশটিতে, প্রথম করোনা রোগী সনাক্ত হয় গত বছর ২২ ফেব্রুয়ারি। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়, মৃত্যুর মিছিলও বাড়তে থাকে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে প্রথম ধাপে, ২০২০ সালে দেশটিতে অবস্থানরত ২৭ বাংলাদেশি মারা যান। তথ্যটি নিশ্চিত করেছেন, বাংলাদেশ দূতাবাস বাহরাইন।

গত বছরের ২২ ফেব্রুয়ারি বাহরাইনে করোনার অস্তিত্ব পাওয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নির্দেশনায় মাস্ক, জনসমাগম ও সামাজিক দূরত্বসহ, বেশ কয়টি নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে করোনা নিয়ন্ত্রণে সাফল্য অর্জন করে আসছে দেশটি।

ইতোমধ্যে, দেশটিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গত ডিসেম্বর মাস থেকে বিনামূল্যে বাহরাইনে বসবাসরত সকল নাগরিকদের মাঝে ১০ লাখ টিকা প্রদান কর্মসূচি শুরু করেছে।

গত ৩ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তাঁর রয়্যাল হাইনেস প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার নেতৃত্বে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের গঠিত জাতীয় টাস্কফোর্স, বিশ্ব মহামারী বিরোধী লড়াইয়ে নতুন সাফল্য অর্জন করেছে।

এ ব্যাপারে দূতাবাসের শ্রম সচিব, শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে গণ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী নিয়ে বাংলাদেশ দূতাবাস প্রবাসিদের পাশে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button