করোনায় বিশ্বে প্রথম মৃত্যুর এক বছর

করোনাভাইরাস শনাক্তের পর বিশ্বে প্রথম মৃত্যুর একবছর পার হলো। গত বছর এই দিনে চীনের হুবেই প্রদেশে, করোনায় প্রথম মারা যান ৬১ বছর বয়সী এক ব্যক্তি।
এক বছরের ব্যবধানে, সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। মোট প্রাণহানি সাড়ে ১৯ লাখের বেশি। বিজ্ঞানীদের ধারণা, ২০১৯ এর শেষ দিকে উহানের সামুদ্রিক বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। যদিও, চীন এমনটা মানতে নারাজ।
সেইসাথে ভাইরাসটির সার্বিক তথ্য দিতে চীন নানা অযুহাত দাঁড় করিয়েছে বলেও, অভিযোগ অনেক দেশের। পরবর্তীতের রূপ বদল করতে থাকে ভাইরাসটি। সম্প্রতি যুক্তরাজ্য থেকে করোনাভাইরাসের যে নতুন প্রজাতি ছড়াতে শুরু করেছে, সেটি মেক্সিকো, ফ্রান্স ও রাশিয়াতেও উল্লেখযোগ্য সংখ্যায় শনাক্ত হয়েছে।
এদিকে, ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ১৩ লাখ ১৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ১০২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৪৩ হাজার ১৯৭ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৫ হাজার ২৪৯ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৭ লাখ ৯ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৩৬৪ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ তিন হাজার ৬১৭ জনের। রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ২৫ হাজার ২৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬২ হাজার ২৭৩ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ লাখ ১৮ হাজার ৫১৮ জন। এর মধ্যে মারা গেছে ৮১ হাজার ৯৬০ জন। এছাড়া আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।