fbpx
দেশবাংলা

মেহেরপুরে মাদক মামলায় যাবজ্জীবন

মেহেরপুরে ৫০ গ্রাম হেরোইন রাখার অপরাধে কুতুব উদ্দীন (৫০) নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন।

আসামী কুতুব উদ্দীন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দাখিল মাদ্রাসা পাড়ার মৃত খাদেম আলীর ছেলে। রায় ঘোষণার পর আসামী কুতুব উদ্দীনকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদদুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন, রফিকুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইনসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় কুতুব উদ্দিন। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং -৩৭/১৩। দীর্ঘ শুনানীর পর স্বাক্ষ্যগ্রহন শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষনা করেন।

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button