প্রবাসীদের সেবার মান বাড়াতে ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালুর আহ্বান

প্রবাসী কর্মীদের সেবার মান বাড়াতে, ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালুসহ, সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। সোমবার বিকেলে সংসদ ভবনের পশ্চিম ব্লকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম সভায়, তিনি এ আহ্বান জানান।
এসময় মন্ত্রী বলেন, বিদেশগামী ও বিদেশ ফেরত কর্মীরা যেন সহজেই সরকারি সেবা পায়, সেদিকে লক্ষ্য রেখে, প্রয়োজনে ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালু করতে হবে।
নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে বিমান সেবা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট ইস্যু নিয়েও সভায় আলোচনা হয়েছে। শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে মন্ত্রণালয়ের প্রকাশিত স্মরণিকার কপি, কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন।
কমিটির সভাপতি ও সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ,মৃণাল কান্তি দাস,পংকজ দেব নাথ, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ অনেকে।