দেশবাংলা
বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ১১

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। আজ (মঙ্গলবার) মারা গেছেন ৪ জন। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে গতকাল মৃত্যু হয় রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।
স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে এসব মদ পান করেন তারা। পরে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।