fbpx
বিনোদনঢালিউড

মোল্লা মুড়ি উৎসব: সংগ্রহ প্রায় দুই লাখ টাকা

প্রায় ৫ দশক ধরে এফডিসিতে ঝালমুড়ি বিক্রি করেন আবদুল মান্নান। সবার কাছে মোল্লা নামেই পরিচিত তিনি। তার ঝালমুড়ির ভক্ত ছিলেন রাজ্জাক-শাবানা থেকে বর্তমান পর্যন্ত। তবে শারীরিক অসুস্থতা আর সিনেমার কাজ কম হওয়ায় মোল্লার মুড়ি বিক্রি প্রায় বন্ধ। তাই ফিরতে চান নিজ বাড়িতে।

তাই অসহায় এই মানুষটিকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে ‘মোল্লা যাবে বাড়ি’- এই স্লোগান নিয়ে এফডিসিতে ৩ দিনের (২৯-৩১ জানুয়ারি) মুড়ি উৎসবের আয়োজন করে একদল তরুণ সাংবাদিক। উদ্দেশ্য কিছু অর্থ সংগ্রহ করে প্রিয় মোল্লাকে সম্মানের সঙ্গে বিদায় জানানো।

উৎসবে দারুণ সাড়া পড়ে। ছুটে আসেন চলচ্চিত্রের অসংখ্য মানুষ। চলচ্চিত্রের মানুষরা মোল্লার দিকে বাড়িয়েছেন ভালোবাসার হাত। সংগ্রহ প্রায় দুই লাখ টাকা! এই টাকা দিয়ে শিগগিরই আব্দুল মান্নান মোল্লার নিজ গ্রামে (কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মির্জাপুর) একটি দোকানঘর তৈরি করে দেওয়া হবে।

সেখানেই বাকি জীবন কাটিয়ে দেবেন রঙিন দুনিয়ার এই মানুষটি। এবার অপেক্ষা তার বাড়ি ফেরার।

সংশ্লিষ্ট খবর

Back to top button