দেশবাংলা
বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যু: আটক ৪

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে ৪ জন হোমিও ফার্মেসীর মালিককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বগুড়া সদর থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান, পুলিশ সুপার আলী আসরাফ ভূঁইয়া।
এসময় পুলিশ সুপার জানান, আটককৃতরা রেক্ট্রিফাইড স্প্রিট বিক্রির কথা স্বীকার করেন। তারা রেক্ট্রিফাইড স্প্রিট বিক্রি করলেও এতে মিথানল মিশ্রন করেনি। যে কেউ রেক্ট্রিফাইড স্প্রিডের মধ্যে মিথানল মিশিয়ে বিক্রি বা সেবন করার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, ফয়সল মাহমুদ, সদর থানার ওসি হুমায়ন কবির’সহ অন্যরা উপস্থিত ছিলেন।