fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রী

কৃষি গবেষণায় গুরুত্ব বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দেশকে আরো কৃষিসমৃদ্ধ করতে, দুর্যোগ সহনীয় ফসল উৎপাদন এবং গবেষণায় গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষে ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর মোড়ক উন্মোচন করেন তিনি। এসময় অঞ্চলভিত্তিক কৃষি বিনিয়োগের উপরেও জোর দেন সরকারপ্রধান।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উন্নতকৃষির জন্য গবেষণার বিকল্প নেই উল্লেখ করে সরকারপ্রধান বলেন, দুর্যোগ সহনীয় ফসল উৎপাদনে গুরুত্ব বাড়াতে হবে।

যেই অঞ্চলে যেমন ফসল ভালো ফলে, সেদিকে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে দেশি-বিদেশি বাজার ধরার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এজন্য কৃষি বিনিয়োগ বাড়ানোর উপর  জোর দেন তিনি।

করোনার ভ্যাকসিন সবাই পাবে আশ্বস্ত করে, প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। সোনার বাংলা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বলে জানান শেখ হাসিনা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button