দেশবাংলা
রিসোর্টে মদপানে মৃত্যু: গ্রেফতার ১

গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায়, জাহিদ মৃধা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহশপ্রতিবার রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, রাজধানীর এশিয়াটিক মার্কেটিং কোম্পানির আওতায় ফোরথট পিআর নামে একটি প্রতিষ্ঠানের ৪৩ জন কর্মী, গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে অবস্থান করে।
৩০ জানুয়ারী ঢাকায় ফেরার পর ১৬ জন কর্মী অসুস্থ্য হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হলে, কাউসার হামিদ, সিহাব জহির ও এমেএম শরীফ নামে ৩ কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার পর, মদ সরবরাহকারী জাহিদ মৃধাকে গতরাতে গ্রেফতার করা হয়।