রাশিয়াতে করোনা ভ্যাকসিন নিতে শুরু করেছে বাংলাদেশিরা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাশিয়াতে করোনার ভ্যাকসিন নিতে শুরু করেছে, প্রবাসী বাংলাদেশিরা। এখন পর্যন্ত রাশিয়ায় ভ্যাকসিন প্রায় ১৫ লাখের বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এদের মধ্যে কিছুসংখ্যক বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ভ্যাকসিন গ্রহনের কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ায় সন্তুষ্ট এসব প্রবাসীরা।
রাশিয়াতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু রয়েছে। তবে দেশটিতে বসবাসরত কোন বাংলাদেশি যদি স্বেচ্ছায় ভ্যাকসিন গ্রহণ করতে চায়, তাহলে প্রথমে দুইটি ফরম পূরণ করতে হবে।
যার একটিতে লেখা থাকবে তিনি সজ্ঞানে ভ্যাকসিন গ্রহণে ইচ্ছুক এবং আরেকটিতে লেখা থাকবে এক মাসের ভিতরে তার কোন শারীরিক কোন সমস্যা ছিল কিনা। এসব বিবেচনার পর ভ্যাকসিন গ্রহণের অনুমতি দেওয়া হবে।
ভ্যাকসিন গ্রহণের পর কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানান, এসব প্রবাসীরা। ইতোমধ্যে রাশিয়ার সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন প্রদান সেন্টার চালু করেছে।
এদিকে রাশিয়াতে এখনো প্রায় প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, ১৬ থেকে ১৭ হাজার মানুষ এবং মারা যাচ্ছেন, প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ।
আবু মুসা, রাশিয়া প্রতিনিধি