
কাল (রোববার) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। টিকা কর্মসূচি নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্যবিভাগ।
টিকা নিতে অনলাইনে করেছেন অনেকে, যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না তারা টিকাদান কেন্দ্রে গিয়েও তালিকাভূক্ত হতে পারবেন। এদিকে, বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় ও ইপিআইয়ের সংরক্ষণাগার থেকে করোনার টিকা পৌঁছে দেয়া হয়েছে উপজেলা পর্যায়েও।
দেশজুড়ে টিকা দিতে, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়াসহ সার্বিক নজরদারি জোরদার করা হয়ছে। এছাড়া টিকা নিবন্ধন নিয়ে কোন অসুবিধা হলে ৩৩৩ নম্বরে ফোন করে, সরকারী সহযোগিতা নেয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।