
তথ্যপ্রমাণ দিয়ে আল-জাজিরার প্রতিবেদনকে ভুল প্রমাণ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন, বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে তিনবছর কারাবন্দী রাখার প্রতিবাদে, রাজধানীতে এক সমাবেশে একথা বলেন নেতারা। এসময়, সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানান তারা।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে তিনবছর কারাগারে বন্দী রাখার প্রতিবাদে সোমবার সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে দলটি।
এসময় বিএনপির নেতারা অভিযোগ করেন, শুধু মুখে না বলে আলজাজিরার প্রতিবেদন যে মিথ্যা সেটি সরকারকে প্রমাণ করতে হবে। এ বিষয়ে, সরকারের আইনি লড়াইয়ে যাওয়ায় পরিকল্পনারও সমালোচনা করে বিএনপি।
সমাবেশে, সরকার পতনের পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান দলের নেতারা।
আরমান কায়সার, বাংলা টিভি