fbpx
বিশ্ববাংলা

লেবানন প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরত নিবন্ধন স্থগিত

লেবাননে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীতে নতুন করে নাম নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ দূতাবাস। রোববার বিকেলে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে বর্তমান করোনা পরিস্থিতি ও লকডাউনের কারনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাসপোর্ট পুনঃনবায়ন ও আগের নিবন্ধনকৃত বাংলাদেশিদের দেশে পাঠানোর কার্যক্রম চলমান থাকবে।

তাছাড়া দেশটির বর্তমান করোনা পরিস্থিতিতে যে কোন ধরনের গণজমায়েত এড়িয়ে চলতে সকল বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়। অভিবাসীদের মধ্যে কারো যদি করোনা উপসর্গ বা কেউ সরাসরি করোনায় আক্রান্ত হলে দূতাবাসের দেয়া হেল্প লাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

লেবাননে দূতাবাসের তথ্যমতে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশি করোনায় প্রান হারিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button