
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ। শেষ টেস্টেও খেলতে পারবেন না সাকিব আল হাসান। চট্টগ্রামে প্রথম টেস্টে বোলিংয়ের সময় ঊরুতে চোট পাওয়ায়, সিরিজ থেকে ছিটকে গেলেন এই টাইগার অলরাউন্ডার। তার বদলি হিসেবে সৌম্য সরকারকে বেছে নিয়েছেন নির্বাচকরা।
এদিকে, সিরিজের দ্বিতীয় টেস্টের আগে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে টানা চারদিন ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও, শেষদিনে হারতে হয় তাদের।
স্পিন চতুষ্টয়ের উপর অতি নির্ভরতার মাশুল দিতে হয়েছে স্বাগতিকদের। ফলে দ্বিতীয় ম্যাচে বাড়নো হয়েছে পেস বোলারের সংখ্যা। সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে বেছে নেয়ার আরেকটি কারণ হলো, মুস্তাফিজের সঙ্গী হিসেবে খেলানো হবে তাকে।
এদিকে, মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে ওয়েস্ট ইন্ডিজ দল।