
সারাদেশে চতুর্থ দিনের মতো চলছে করোনার টিকাদান কর্মসূচি। গেলো তিনদিনের চেয়ে কেন্দ্রগুলোতে বেড়েছে টিকা নিতে আগ্রহীদের ভিড়।
সকাল ৯টা থেকে বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। নির্ধারিত সময়ের আগেই টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন আগ্রহীরা। যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না তারা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক নিবন্ধন করে নিচ্ছেন করোনা টিকা।
এদিকে, টিকা নিয়ে নানা ধরনের ভীতি আর উৎকণ্ঠা কাটিয়ে প্রতিদিনই বাড়ছে নিবন্ধনকারীর সংখ্যা। নির্দিষ্ট কেন্দ্রে সুশৃঙ্খলভাবে চলে টিকা কার্যক্রম। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় সবাইকে টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন টিকা গ্রহণকারীরা।