মিয়ানমারের সামরিক সরকারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিয়ানমারে অভ্যুত্থানের ঘটনায়, দেশটির সামরিক সরকারের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে, প্রেডিডেন্ট জো বাইডেন সরকার এই নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।
একইসাথে সু চি’সহ বন্দি নেতাদের মুক্তির দাবিও জানান বাইডেন। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল পাবে না মিয়ানমারের সামরিক সরকার।
দেশটির রাজধানী নেপিদোতে আন্দোলনকারিদের উপর পুলিশী নিপীড়নের কড়া প্রতিবাদ জানান প্রেসিডেন্ট বাইডেন। গতকাল বিক্ষোভকারী এক নারীর মাথায় গুলি করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনাসহ অং সান সূচি ও নির্বাচিত নেতাদের মুক্তির দাবিতে, দেশটির বড় শহরগুলোর রাজপথে নেমে সেনা সরকারের বিরুদ্ধে টানা বিক্ষোভ করছে হাজার হাজার নাগরিক।
বার্মার মানুষ তাদের কথা শোনাতে পেরেছে, বিশ্ব দেখছে, প্রয়োজন হলে মিয়ানমারের ওপর আরও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেছেন বাইডেন। মার্কিন এ প্রেসিডেন্ট জানিয়েছেন, তার প্রশাসন কয়েকদিনের মধ্যেই প্রথম দফায় মিয়ানমারে কাদের কাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, তা ঠিক করবে।
রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়নের কারণে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনীর অনেক কর্মকর্তা এখনি যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আছে।
বাংলাটিভি/শহীদ