
রাজধানীর কাঁচাবাজারে স্বাভাবিক রয়েছে, প্রায় সবধরণের সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের বাজারে অনেকটাই স্বস্তি। এদিকে, এখনো লাগামছাড়া নিত্য ব্যবহার্য পণ্য ভোজ্যতেলের বাজার, দাম বেড়েই চলেছে প্রতি সপ্তাহে।
মৌসুম প্রায় শেষের দিকে হলেও, বাজার এখনো ভরপুর শীতের সবজিতে। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, টমেটোসহ নানা সবজি বিক্রি বেড়েছে। এর সাথে নতুন এসেছে পটল ঢেঁড়সসহ আরো বেশকিছু সবজি।
ভালো সরবরাহের কারণে বেশিরভাগ সবজির দাম নেমে এখন সাধারণ ক্রেতাদের নাগালেই। নিত্য আহার্য্য কাঁচাপণ্য সুলভমূল্যে কেনা সম্ভব হলেও, রান্নার অপরিহার্য উপাদান ভোজ্যতেলের দাম কমার কোন লক্ষণই নেই বাজারে। প্রতি সপ্তাহেই লিটারে বাড়ছে ৩ থেকে ৪ টাকা করে।
এদিকে, চালের বাজারে মোটামুটি স্থিতিশীল রয়েছে। বিক্রেতার বলছেন সব পর্যায়ে সরকারী পর্যবেক্ষণ নিশ্চিত করলে, কিছুটা কমতে পারে চালের দাম। তবে শুকনো মৌসুম হওয়ায় বাজারের মাছের আমদানি ভালো, তাই দামও তুলনামূলক কম। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।
বুলবুল আহমেদ, বাংলা টিভি