
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে, প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়েছে ওয়েস্টইন্ডিজ। আবু জায়েদ ও তাইজুল ইসলাম নেয় ৪টি করে উইকেট। তবে দিনের শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিবিয়রা।
এদিকে, এনক্রুমাহ বোনার ও জশুয়া ডি সিলভার জুটি এনে দেয় রানের পাহাড়। মেহেদি হাসান মিরাজের হাত ধরে প্রথম ঘণ্টায় এ জুটি ভাঙলেও, গলায় কাঁটা হয়ে ওঠে জশুয়া ডি সিলভা ও আলঝারি জোসেফের সপ্তম উইকেট জুটি।
বোনার সাজঘরে ফেরার পর আগ্রাসী হয়ে উঠেন জোসেফ। জবারে এখন ব্যাট করেছে টাইগাররা।