
ঋতুচক্রের হিসেবে সময়মতই এসেছিল এ মৌসুমের শীত। তবে বিদায় নিচ্ছে একটু দেরিতে। আর মাঘের শেষে, এর বিদায়ঘণ্টা বাজিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। ইতোমধ্যেই প্রকৃতিতে শুরু হয়ে গেছে ফাল্গুনের টান। বাংলা পঞ্জিকা বলে দিচ্ছে আসছে ঋতুরাজ বসন্ত। এবার সেই ফাল্গুনের উত্তাপই যেন ছড়াবে সূর্য মামা। পুরনো সব জঞ্জাল সরিয়ে, প্রকৃতি সাজবে আপন সাজে।
দখিনা সমীরণে শিহরণ জাগানোর দিন এলো মাতাল হাওয়ায় কুসুম বনের কাঁপনে। মৌমাছিদের ডানায় ডানায়, গাছের কচি কিশলয় জেগে উঠবার আভাসে, পল্লব মর্মরে আর বনতলে। সাথে কোকিলের কুহুতান জানান দিয়ে যাচ্ছে আজি বসন্ত দ্বারে।
প্রকৃতির দিকে তাকালে শীত-বর্ষার মতো বসন্তকেও চেনা যায় সহজেই। পলাশ, শিমুলগাছে লাগে আগুন রঙের দোল। ঝরাপাতার শুকনো মর্মরে যেন নূপুরের নিক্কন, প্রকৃতির মিলন এ বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের স্পন্দন। মিলনের এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে তোলে আনমনা। বাঙালির জীবনে বসন্তের উপস্থিতি সেই অনাদিকাল থেকেই।
শীতের জরতা মুছে দিয়ে প্রকৃতিজুড়ে সাজসাজ রব। প্রকৃতিতে জেগে উঠেছে নবজীবনের ঢেউ। নীল আকাশে সোনা ঝরা আলোর মতই হৃদয় আন্দোলিত। ঋতুরাজ বসন্তের দিনগুলো মায়াবী এক আবেশে ঘিরে রাখবে বৃক্ষ, লতা, পাখ-পাখালি আর মানুষের হৃদয়।
বুলবুল আহমেদ, বাংলা টিভি