fbpx
দেশবাংলা

পিতা-মাতার অবহেলায় শাস্তির দাবিতে মানববন্ধন

বৃদ্ধ বয়সে ভরণ-পোষণ না করে যারা পিতা-মাতাকে কষ্ট দেয়, তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে, মাদারীপুরে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজৈর উপজেলার কদমবাড়ী বাজারে, স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রাজু সরকারের সভাপত্বিতে এতে অংশ নেয় ক্লাবের সদস্যসহ এলাকার বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, বৃদ্ধ বয়সে প্রত্যেক পিতা মাতা চান একটু শান্তিতে জীবন-যাবন করতে। তবে, আমাদের দেশে প্রায়ই দেখা যায়,বৃদ্ধ পিতা-মাতাকে সন্তানরা কষ্ট দিয়ে দুরে ঠেঁলে দেয়।

কোন সন্তান যেন এ কাজ আর করতে না পারে, সেজন্য ২০১৩ সালের ভরণ-পোষন আইনের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button