fbpx
রাজনীতিআওয়ামী লীগ

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪% : কাদের

মূল পদ্মাসেতুর নির্মাণকাজ শতকরা ৯২ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর কাজের সর্বশেষ অবস্থা পরিদর্শন শেষে তিনি একথা জানান। ২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া পদ্মা সেতুকে ঘিরে দেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলেও আশা প্রকাশ করেনে তিনি।

তিনি বলেন, সামনে দুটি চ্যালেঞ্জ আছে, প্রথমটি হচ্ছে সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিশন ২০২১-৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।

ওবায়দুল কাদের আরও বলেন, তার নতুন কোন স্বপ্ন নেই, স্বপ্ন সব মিশিয়ে দিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্যা কন্যা শেখ হাসিনার স্বপ্নের সঙ্গে।

সংশ্লিষ্ট খবর

Back to top button