fbpx
বাংলাদেশআইন-বিচার

শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল

গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ হাসিনাকে বোমা মেরে হত্যাচেষ্টা মামলায় বিচারিক আদালতের দেয়া ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ আজ এ আদেশ দেন।

এ মামলায় ২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক ১০ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

গত ১ ফেব্রুয়ারি এ মামলার ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও আসামিপক্ষের করা আপিল আবেদনের ওপর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে পুঁতে রাখা, ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়। এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে, তদন্তে উঠে আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button