খাবারে ভেজাল দিলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ভেজাল খাবার প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে, খাদ্যের নিরপত্তা নিশ্চিতে সারাদেশে ল্যাব স্থাপন করার কথাও জানান তিনি।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সকালে রাজধানীর একটি হোটেলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় খাবারের নিরাপত্তা নিশ্চিতে সবার আগে ভেজাল রোধ করা জরুরী- উল্লেখ করে, খাবারে ভেজাল দেয়া দেশের শত্রু দেরকে কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক পরীক্ষাগার গড়ে তোলা হবে বলেও, জানান প্রধানমন্ত্রী।
শুধু রাজধানী নয়, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে গ্রামপর্যায়েও হোটেল-রেস্টুরেন্টগুলোকে গ্রেডিং পদ্ধতির আওতায় আনার তাগিদও দেন সরকার প্রধান।
বাংলাটিভি/শহীদ