আন্তর্জাতিক
করোনায় অস্ট্রেলিয়ায় বই প্রকাশের প্রতিবন্ধকতা থাকায়, আগ্রহ হারাচ্ছেন লেখকরা।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ইতিহাস দীর্ঘকালের। সেদেশে বসবাস করেন, বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেশটিতে গিয়ে জীবিকার পাশাপাশি অনেকে যুক্ত আছেন লেখালেখিতে। তবে, দেশটিতে কিছু প্রতিবন্ধকতা থাকায় আগ্রহ হারাচ্ছে প্রবাসী কবি-সাহিত্যিকরা।
বহু সংস্কৃতির দেশ অস্ট্রেলিয়া। প্রতিনিয়ত দেশটিতে পাড়ি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি নাগরিক। অনেকে উচ্চশিক্ষায়, আবার কেউ জীবিকার তাগিদে।
প্রবাসের নানা ব্যস্ততার পাশাপাশি অনেক বাংলাদেশিরা যুক্ত আছেন, লেখালেখিতে। করেনা মহামারি ও দেশটিতে বই প্রকাশের প্রতিবন্ধকতা থাকায়, আগ্রহ হারাচ্ছেন দেশটিতে বসবাস করা প্রবাসী লেখকরা।
তবে, অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখকরা সংঘবদ্ধ হয়ে উদ্যোগ নিলে সিডনি থেকেই বই প্রকাশ করা সম্ভব বলে মনে করেন,প্রবাসী লেখক সংগঠনের নেতারা।
বাংলাটিভি/শহীদ