
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালকসহ ৬ জন মৃত্যুবরণ করেছে,আহত হয়েছেন ১০ জন।
আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা কলেজ রোড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে বেপরোয়াভাবে এসআর পরিবহন নামের বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। আর আহত ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।
বাংলাটিভি/শহীদ