বিশ্ববাংলা
সৌদিতে ৫ বাংলাদেশি আটক

সৌদি আরবের রিয়াদে অবৈধভাবে জ্বালানি কাঠ বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশিসহ এক সুদানি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
আরব নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, অবৈধভাবে স্থানীয় জ্বালানিকাঠ বিক্রি করছিলেন তারা, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১হাজার ৭৫ টন জ্বালানি কাঠ জব্দ করে স্পেশাল ফোর্সেস ফর এনভায়রনমেন্টাল সিকিউরিটির সদস্যরা।
এছাড়াও খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অভিযোন চালানো হয়। এ বিষয়ে এসএফইএসের মুখপাত্র মেহর রায়েদ আল মালিকি জানান, তাদেরকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।