Uncategorized
শিরোপা সম্ভাবনা বাঁচিয়ে রাখল রিয়াল মাদ্রিদ

বড় জয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা সম্ভাবনা বাঁচিয়ে রাখল রিয়াল। গ্রানাদার মাঠে খেলতে গিয়ে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
ম্যাচের দুই অর্ধে দুইবার করে জালের ঠিকানা খুঁজে নিয়েছে রিয়াল। প্রথমে ১৭ মিনিটের সময় দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। পরে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। দ্বিতীয়ার্ধে ফিরে ৭১ মিনিটের মাথায় গ্রানাদার পক্ষে এক গোল শোধ করেন জর্জে মলিনা। তবে মিনিট পাঁচেক পরই দুই মিনিটে দুই গোলের মাধ্যমে ৪ গোল পূরণ করে রিয়াল। শিরোপার জন্য এখন বাকি থাকা দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্তত একটি ম্যাচ ড্রয়ের জন্য।
বাংলাটিভি/ এআর