Uncategorized

করোনাভাইরাস: ভারতে শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক শনাক্ত নতুন রোগীর সংখ্যা আরও কমলেও মৃত্যু বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, রোববার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে তিন লাখ ১১ হাজার ১৭০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৪০৭৭ জনের। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ৭০ হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে। চলতি মহামারীতে এর চেয়ে বেশি মৃত্যু দেখছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

এ দিন নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনগুলোর তুলনায় অনেকটা কম হলেও বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে বলে সরকারি হিসাবে বলা হয়েছে। শনাক্ত কোভিড-১৯ রোগীর এ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।

বাংলাটিভি/ নিউজ ডেস্ক

সংশ্লিষ্ট খবর

Back to top button