fbpx
বিনোদনঅন্যান্য

ন্যান্সি আর সিঙ্গেল নন!

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি ফেসবুকে জানিয়ে দিইয়েছেন তিনি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছেন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা।

এর মাসখানেক আগে ন্যান্সি জানিয়েছিলেন আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন। তবে নাম বলেননি তখন তার মনের মানুষের।

এবার রিলেশনশিপ স্ট্যাটাসে প্রকাশ করেছেন ভালোবাসার মানুষের নামও। তার নাম মহসীন মেহেদী। সেই আইডিতে গিয়ে প্রোফাইলে দেখা যায় দুজনের আংটিবদলের ছবি। অথাৎ আংটিবদল করেছেন ন্যানসি ও মেহেদী।

এরপর থেকে দুজনের ওয়ালে একের পর এক আসছে ‘শুভ কামনা’ জানিয়ে মন্তব্য। তবে ন্যানসি জানিয়েছেন, আংটি এবং রিলেশনশিপ স্ট্যাটাস বদল হলেও এখনো বিয়ে করেননি। বিয়ে করবেন সেপ্টেম্বর মাসেই। আর তখনই সবাইকে সুখবরটি জানাবেন।

জানা গেছে, মহসীন মেহেদী একজন গীতিকবি। পেশায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত।

উল্লেখ্য, মহসীন মেহেদী এর সাথে বিয়ের আগেও ন্যান্সীর দুই বার বিয়ে হয়েছিলো। এটি তার ৩য় বিয়ে।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button