fbpx
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

টুইন টাওয়ারে হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ বাইডেনের

২০০১ সালের টুইন টাওয়ারে হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে এফবিআইকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন বাইডেন।

ওই আদেশে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণ রেকর্ড প্রকাশ করতে হবে। তবে অতি গোপনীয় কিছু থাকলে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে হবে।

কংগ্রেস এবং ওই হামলায় আক্রান্তদের পরিবারের প্রবল চাপের মুখে এই নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আল-কায়েদা সদস্যরা তিনটি প্লেন ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-টুইন টাওয়ার হামলা চালায়। এতে পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হন ২০ হাজারেরও বেশি। এ ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button