fbpx
আন্তর্জাতিকইউরোপ

জার্মানি নির্বাচন: মের্কেলের জোটকে হারিয়ে সরকার গঠনের চেষ্টায় এসপিডি

জার্মানির জাতীয় নির্বাচনে অল্পের জন্য হেরে গেছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দল সিডিইউ। ছোট ব্যবধানে মের্কেলের দলকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছে মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, এসপিডি।

স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে জয়ী হয় দলটি। এ নির্বাচনে এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে, ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে সিডিইউ ও এর শরীক দল। এর মধ্য দিয়ে তারা বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটালো এসপিডি।

এদিকে, নির্বাচনে হেরে গেলেও সরকার গঠনের জন্য জোট না হওয়ার আগ পর্যন্ত অ্যাঙ্গেলা মেরকেল চ্যান্সেলর হিসেবেই থাকছেন। ফলে নতুন সরকারের জন্য আসন্ন ক্রিসমাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে জার্মানিদের।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button