fbpx
আন্তর্জাতিকঅন্যান্যইউরোপ

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা: গোলাগুলি-গ্রেনেড বিস্ফোরণে নিহত ২৪

ধ্বংসাত্মক দাঙ্গায় ইকুয়েডরে একটি কারাগারে গোলাগুলি-গ্রেনেড বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত ও অন্তত ৪২ জন আহত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার দেশটির কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গুয়াইয়াস রাজ্যে গুয়াকুইল বন্দিদের গুলি করে ও হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ করে হত্যা করা হয়।

দেশটির কারাবন্দিদের নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউসতো বুউনানো।

এদিকে রাজ্যটির গভর্নর পাবলো আরোসেমেনা আইন ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় এই ধরনের ঘটনার যেন পুনরার্বৃত্তি না ঘটে সে জন্য তাগিদ দিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, এই সহিংসতা লস লোবোস এবং লস চোনেরোস কারাগারের গ্যাংয়ের মধ্যে বিরোধের কারণে ঘটেছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button