fbpx
খেলাধুলাফুটবল

পিএসজির জার্সি গায়ে মেসির প্রথম গোল

উয়েফা চ্যাম্পিয়নসলিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল পেয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের ম্যাচে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক পিএসজি।

ম্যাচে চোখ ধাঁধানো গোলে নিজ ক্লাবকে জয় উপহার দিয়েছেন রেকর্ড ছয় বারের এই বর্ষসেরা ফুটবলার। ম্যাচে আরেকটি গোলটি করেন ইদ্রিসা গেয়ি। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দু’দল। ম্যাচের আট মিনিটে জালের দেখা পায় পিএসজির ইদ্রিসা গেয়ি। এরপর ফরাসী ক্লাবটি দ্বিতীয় গোলের দেখা পায় ৭৪ মিনিটে। বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পিএসজিতে নিজের প্রথম গোল করেন মেসি। এদিন ম্যাচের বাকি সময় জ্বলে উঠতে পারেনি পেপ গার্দিওয়ালার ম্যানসিটি। ফলে ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button