
কো-ভ্যাক্সের আওতায় জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ ভ্যাকসিন কাল দেশে এসে পৌঁছাবে।
বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, শনিবার বিকেল ৫টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এ টিকার চালান পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা।