fbpx
বাংলাদেশস্বাস্থ্য

শনিবার জার্মান থেকে প্রায় ৮ লাখ টিকা দেশে আসছে

কো-ভ্যাক্সের আওতায় জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ ভ্যাকসিন কাল দেশে এসে পৌঁছাবে।

বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, শনিবার বিকেল ৫টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এ টিকার চালান পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button