fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

জন্ম নিবন্ধন কার্যক্রম সতর্কভাবে পরিচালনার আহবান

জন্ম নিবন্ধনের তালিকায় যাতে বিদেশি শরনার্থীরা অন্তর্ভূক্ত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে, আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় ঢাকার দুই সিটির মেয়র বলেন, সরকার বিনামূল্যে জন্মনিবন্ধন করার সুযোগ দিচ্ছে, তাই কেউ যাতে দালালদের খপ্পড়ে না পড়ে সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে।

সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

দিবসটি উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আলোচনার আয়োজন করা হয়। একটি শিশু জন্মের পর ৪৫ দিনে মধ্যে সরকারীভাবে বিনামূল্যে জন্ম নিবন্ধনে ব্যবস্থা রয়েছে উল্লেখ করেন বক্তারা। জন্ম নিবন্ধন নিয়ে যাতে কেউ দালালদের খপ্পরে না পড়ে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান ঢাকার দুই সিটি মেয়র।

জন্ম নিবন্ধন কার্যক্রমে যাতে কোন বিদেশি শরনার্থী অন্তর্ভূক্ত না হয়, সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।দেশে প্রথমবারের মতো একসাথে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালিত হচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button