fbpx
অন্যান্যউন্নয়নদেশবাংলা

কার্প জাতীয় মাছের মিশ্র চাষে সাবলম্বী রাজশাহীর পুঠিয়ার এক মৎস্য চাষী

মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প’র আওতায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষে সাবলম্বী রাজশাহীর পুঠিয়ার এক মৎস্য চাষী। ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন মাছের খামার। কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে উৎপাদিত মাছ বিক্রি করে বেশ লাভবান হয়েছেন তিনি। সেইসাথে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন অনেকের।

রুই বা কার্প জাতীয় মাছ উৎপাদনে খ্যাতি রয়েছে,রাজশাহী অঞ্চলের। সম্প্রতি মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে এবং মৎস্য অধিদপ্তরের প্রকল্পের অর্থায়নে, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করে, সফল হয়েছেন পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের, মোঃ আমেদুল ইসলাম। ১০ বিঘা জমির পুকুর লিজ নিয়ে, মাছ উৎপাদনের পাশাপাশি, সৃষ্টি করেছেন, এলাকা বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগও।

মাছ চাষিদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন, মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা। আমেদুলের এই মৎস্য খামার থেকে, কার্প জাতীয় মাছ যাচ্ছে, দেশের বিভিন্ন বাজারে। কার্প ফ্যাটানিং পদ্ধতিতে, ৬ থেকে ১০ কেজি পর্যন্ত ওজনের  মাছও উৎপাদন করছেন তিনি।

রাজশাহী প্রতিনিধি/বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button