fbpx
বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনা উদ্বেগের বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত সংঘর্ষ ও হত্যাকাণ্ড খুবই আতঙ্কের বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ শুক্রবার সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রক্রিয়া চলছে; যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না, যাদের স্বার্থে আঘাত লাগে—তারাই এ অঘটন ঘটাতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে গতকালই। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা হয়েছে যাতে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্পের বাইরে যাতে আইনশৃঙ্খলার উন্নতি করা যায়। এর পর পরই এমন দুর্ঘটনা—খুবই আতঙ্কের বিষয়। আপনারা জানেন, ওখানে ড্রাগের ব্যবসা হয়। কেউ কেউ তথ্য দিয়েছে—কিছু বন্দুক-টন্দুকও আনাগোনা হয়। আমরা সে বিষয়েও আলোচনা করেছিলাম। আমার প্রস্তাব হলো—রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে গুলি চালানো উচিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাতে রাজি।’

সংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button