fbpx
রাজনীতিবিএনপি

পুলিশ-বিএনপি সংঘর্ষ; মানুষের অধিকার কেড়ে নেয়ার অভিযোগ ফখরুলের

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির মিছিলকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে এ ঘটনা ঘটে।

এ সময়, বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে ঐ সড়কে যান বন্ধ হয়ে যায়।

পরে বিশৃঙখলা সৃষ্টির জন্য এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিকে, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য  সরকার দেশে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করছে বলে অভিযোগ করেন ফখরুল।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button