fbpx
অর্থনীতিদেশবাংলা

শিল্পাঞ্চল আশুলিয়ায় আগাম শীতকালিন শাক-সবজীর বাম্পার ফলন

শিল্পাঞ্চল আশুলিয়ায় এবার আগাম শীতকালিন শাক-সবজীর বাম্পার ফলন হয়েছে। দাম ও ফলন বেশী হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। সরকারী সহযোগিতা পেলে আরো বেশী ফসল আবাদ সম্ভব জানান চাষিরা। ধানের তুলনায় খরচ কম ও লাভ বেশী হওয়ায় দিন দিন সবজি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। আর নিরাপদ শাক-সবজি উৎপাদনে বিভিন্ন উপকরণ বিতরণসহ সার্বক্ষণিক পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

শীতকালিন শাক সবজি বিক্রি নিয়ে দুশ্চিন্তা নেই, শিল্পাঞ্চলের কৃষকদের। সবজি কিনতে আগে ভাগেই রাজধানীসহ বিভিন্নস্থান থেকে ছুটে আসছেন পাইকাররা। পরিবহন খরচ বেঁচে যাওয়ার পাশাপাশি, ভাল দামও পাচ্ছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে ফলন বেশী হয়েছে ।

পুরুষের পাশাপাশি নারীরাও কৃষিকাজে অংশ নিয়ে উৎপাদন বৃদ্ধি করছে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের বিভিন্ন উপকরণ বিতরণসহ নানা রকম পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান, কৃষি কর্মকর্তা।শীতকালিন শাক-সবজীর চাষ বাড়াতে প্রয়োজনীয় সার ও কীটনাশকের দাম কমানোর দাবী জানিয়েছেন, প্রান্তিক কৃষকরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button