fbpx
বাংলাদেশঅপরাধ

ভাসানচর থেকে পালানোর সময় ২৩ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ২৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গাদের মধ্যে পাঁচ জন দালাল রয়েছেন বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তাঁরা হলেন—ভাসানচর ৬৩ নম্বর ক্লাস্টারের আব্দুর শুক্কুর (২৮), রজুমল্ল্যাহ (২০), শামসুল আলম (৩০), ৫১ নম্বর ক্লাস্টারের কেফায়েত উল্যা (১৯) এবং ২৬ নম্বর ক্লাস্টারের এনায়েত উল্যা (১৮)। এ ছাড়া বাকি ১৮ জনের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী ও আট শিশু রয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিভিল দল ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচ দালাল ও ১৮ জন রোহিঙ্গাকে আটক করে। পরে গতকাল সন্ধ্যার দিকে তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button