fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু, শনাক্ত এবং সংক্রমণের হার কমেছে। এ সময়ে মারা গেছে  ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। গতকাল ৩ জনের মৃত্যু ও ২৩৯ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২৭ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ১৫ শতাংশ। গতকাল রোগী শনাক্তের হার ছিল এক দশমিক ৪১ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৫৫ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন। আর দুই জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৯৭৫ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৮ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন সুস্থ হলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ১৪২টি আর পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৬২টি। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button