fbpx
দেশবাংলা

বরিশালে পঞ্চাশ ধরনের ঔষধি গাছের বাগান করেছেন এক উদ্যোক্তা

বরিশালে দুর্লভ ননিফল,করোসল,তিনফল ও কস্তরীসহ পঞ্চাশ রকমেরও বেশি ঔষধি গাছের বাগান করেছেন এক উদ্যোক্তা।মানবদেহের জন্য অত্যন্ত কার্যকরী ননিফলের চারা ক্রয় করতে,তার বাড়িতে ভীড় করছেন,বিভিন্ন জেলার মানুষ।সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভেষজ চাষি হিসেবে,বানিজ্যিকভাবে চাষাবাদের ইচ্ছে রয়েছে তার।এ ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লার মৃত আয়নাল সরদারের ছেলে হাবিব সরদার।২০১১সালে সড়ক দূঘর্টনায় পা ভেঙ্গে গেলে, চিকিৎসা করাতে প্রায় নিঃস্ব হয়ে পড়েন তিনি।ভাঙা পা আর আর্থিক সংকটে দিনে দিনে অসুস্থ হয়ে পড়েন হাবিব।পরে স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হলে,সাইট্রিফেলিয়া বা ননিফল খাওয়ার পরামর্শ দিলে মালয়েশিয়া থেকে সংগ্রহ করেন ননিগাছ ।

এই ফল খেয়ে সুস্থ হওয়ায়,আগ্রহ বাড়ে ঔষধী গাছের প্রতি।এরপর নানাভাবে  দুর্লভ ও দামি ঔষধি করোসল,তিনফল,জীনসন,লতাকস্তরী,অপারিজাসহ,পঞ্চাশ ধরনের ঔষধি গাছ সংগ্রহ করেন তিনি।এতে সফলতা পাওয়ার পাশাপাশি, স্বাবলম্বীও হয়েছেন।বর্তমানে ২০ শতাংশ জমিতে শতাধিক ননিগাছে ফল ধরেছে।অধিকাংশ গাছের চারা ও ফল, বিক্রি করেন অনলাইনে ।অনেকে আবার বাড়িতে এসে ক্রয় করে নিয়ে যান।

এই উদ্যোক্তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।এসব বাগানে কাজ করে অনেকের সংসার চলে।ননি ফলের জুস নিয়মিত খেলে দমে যায় ক্যান্সার,টিউমার,নিয়ন্ত্রণে আসে ডায়াবেটিসও।এ ফলে রয়েছে প্রায় ১৫০টির মতো পুষ্টিগুণ।

ডেস্ক রিপোর্ট,/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button