fbpx
আন্তর্জাতিকএশিয়াবাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশ থেকে আবারও সকল খাতে কর্মী নেবে মালয়েশিয়া। শ্রমিক নিয়োগের লক্ষ্যে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক –এমওইউ  সই হবে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। তিনি জানান, মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে কর্মী নেয়ার বিষয়ে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এমওইউ স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে কর্মী নেয়া শুরু হবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আরো জানান, বৃক্ষরোপণ ছাড়াও কৃষি, উৎপাদন, সেবা, খনির অনুসন্ধান, নির্মাণকাজ এবং গৃহকর্মীসহ অন্যান্য সকল খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেয়া হবে।

করোনায় দীর্ঘ বন্ধের বন্ধের পর এর আগে গত অক্টোবরে কেবল বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার মন্ত্রিসভা সম্মতি দেয়া হয়েছিলো। এবার সব খাতের জন্যই বিদেশি শ্রমিক নিয়োগে সরকারি সম্মতি এসেছে। তবে, করোনার বিস্তার ঠেকাতে বিদেশি শ্রমিকদের নেয়ার ক্ষেত্রে বিধিবিধান কী হবে তা আলোচনা করে ঠিক করা হবে।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button